Inqilab Logo

মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসরাইলকে হুঁশিয়ারি হামাসের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মে, ২০২০, ১২:০৩ এএম

অধিকৃত পশ্চিম তীর সংযোজন পরিকল্পনা নিয়ে ইসরাইলকে মারাত্মক পরিণতির হুশিয়ারি দিয়েছে গাজা উপাত্যাকার ফিলিস্তিনি গোষ্ঠীগুলো।এ খবর জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম । মঙ্গলবার গাজা উপত্যাকায় এক সমাবেশে হামাস গ্রæপের সদস্য আশরাফ জায়েদ বলেন, পশ্চিম তীর সংযোজন নিয়ে ইসরাইলের যে কোনো সিদ্ধান্ত ভয়ঙ্কর ক্ষতির কারণ হবে। ইসরাইলি সংযোজনকে যড়যন্ত্র উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ উত্তরহীন হবে না এবং এটা অনিয়ন্ত্রিত পরিস্থিতি তৈরি করবে। পশ্চিম তীরে ইসরাইলি সংযোজনকে সতর্ক করে জায়েদ বলেন, এটি ফিলিস্তিনি জনগণকে উত্তেজিত করবে। এ সময় সমাবেশ থেকে ফিলিস্তিনিদের অধিকার রক্ষার জন্য সবাইকে আহবান জানানো হয়। ইসরাইল বলছে, প্রধানমন্ত্রী বেনিইয়ামিন নেতানিয়াহু ও ব্লু অ্যান্ড হোয়াইট দলের প্রধান বেনি গেনটেজের সম্মতির পরই ১ জুলাই পশ্চিম তীর বর্ধিত করা হবে আশা করা হচ্ছে। ইয়েনি শাফাক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসরাইল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ