Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইফতার বিতরণের সময় মেয়রকে পেটালো যুবলীগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ মে, ২০২০, ৯:০১ পিএম

ত্রাণ বিতরণের সময় দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার মেয়র বিএনপি নেতা আব্দুস ছাত্তার মিলনের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় মেয়র আহত হয়েছেন। উপজেলা যুবলীগের সভাপতির নেতৃত্বে ১০-১২ জনের একটি গ্রুপ এ হামলা চালিয়েছে। পুলিশ উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীরসহ চার নেতাকে গ্রেফতার করেছে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, গত কয়েক দিন আগে করোনার প্রভাবে কর্মহীন, গরিব ও অসহায় লোকজনের মাঝে পৌরসভার ত্রাণ দেয়াকে কেন্দ্র করে মেয়রের সঙ্গে যুবলীগের সভাপতি জাহাঙ্গীরসহ ১০-১২ জনের বাগবিতÐা হয়। এক পর্যায়ে থানা পুলিশ জাহাঙ্গীর ও যুবলীগ নেতা নান্নুকে আটক করে থানায় নিয়ে আসে। পরে তাদের ছেড়ে দেয়।
গত মঙ্গলবার ইফতারের আগ মুহূর্তে ঘোড়াঘাট উপজেলা চত্বরে ইফতার বিতরণ করছিলেন ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি ও পৌর মেয়র আ. ছাত্তার মিলন। এ সময় মেয়রের ওপর হামলা চালায় তারা। তাকে মারপিট করে রক্তাক্ত যখম করা হয়। এ ঘটনায় পুলিশ যুবলীগের সভাপতি জাহাঙ্গীর ও নান্নুসহ ৪ জনকে গ্রেফতার করে।
এদিকে পৌর মেয়র আব্দুস সাত্তার মিলনকে মারপিট করার প্রতিবাদে ও আটক যুবলীগ নেতাদের শাস্তির দাবিতে ঘোড়াঘাটে সন্ধ্যায় বিক্ষোভ মিছিল বের করেন এলাকার জনগণ। পরে পরিস্থিতি সামাল দিতে জনগণের সঙ্গে স্থানীয় এমপি কথা বলেন।
এমপি শিবলী সাদিক বলেন, ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্যদেরও গ্রেফতার করা হবে। বিচার নিশ্চিত করা হবে। এমপির এমন আশ্বাসে জনগণ শান্ত হয়। এ ঘটনায় পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন বাদী হয়ে গোড়াঘাট থানায় একটি মামলা করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুবলীগ

১১ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ