Inqilab Logo

ঢাকা, শনিবার, ০৮ আগস্ট ২০২০, ২৪ শ্রাবণ ১৪২৭, ১৭ যিলহজ ১৪৪১ হিজরী

শিবগঞ্জে পাগলা নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ মে, ২০২০, ৬:৫১ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পাগলা নদীতে ডুবে দুইটি শিশুর মৃত্যু হয়েছে। তারা সর্ম্পকে একে অপরের মামাতো ও ফুফাতো ভাই। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার শ্যামপুর ইউনিয়নের উমরপুর ঘাটে এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হল- ওই ইউনিয়নের উমরপুর গ্রামের খোঁচপাড়ার আব্দুল মতিনের ছেলে শাহদাৎ হোসেন নয়ন (১০ ) ও একই এলাকার মেশের আলীর ছেলে জিহাদ (১২)। শ্যামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়াম্যান খাইরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, দুপুর ১টার দিকে পাগলা নদীর উমরপুর ঘাট এলাকায় অন্য বাচ্চাদের সঙ্গে গোসল করতে নামে নয়ন ও জিহাদ। নদীটি পুনঃখনন হওয়ায় গোসলের এক পর্যায়ে দুই শিশু পানিতে তলিয়ে যেতে থাকলে স্থানীয়রা দেখতে পেয়ে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে দুই শিশু মারা যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক কামাল হোসেন শিশু দুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পানিতে ডুবে মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ