Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কদর তালাশে ব্যাপক ইবাদতে মশগুল হতে হবে -পীর সাহেব চরমোনাই

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ মে, ২০২০, ৭:৪১ পিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, মাহে রমাজানের শেষ প্রান্তে সবাইকে লাইলাতুল কদর তালাশে বেশি বেশি ইবাদতে মশগুল হতে হবে। তিনি বলেন, রহমত, মাগফিরাত ও নাজাতের পয়গাম নিয়ে মাহে রমাজান এসেছিলে আমাদের মাঝে। বরকতপূর্ণ মাসের শেষ দশকে বাকি দিনগুলো অত্যন্ত গুরুত্বের সাথে ইবাদতে কাটানো উচিত সকলের।
তিনি বলেন, করোনাভাইরাস দিন দিন আরো ব্যাপক হচ্ছে। বুঝা যাচ্ছে আমরা আল্লাহর কাছে নিজেদেরকে পরিপূর্ণরূপে সমর্পণ করতে পারিনি। এজন্য করোনা মহামারীও যাচ্ছে না। তিনি সকলকে ধৈর্য্য ধরাণ করে আল্লাহর কাছে খাসভাবে তওবা ও ইস্তিগফার করার আহ্বান জানান।
পীর সাহেব চরমোনাই আজ এক বিবৃতিতে আরো বলেন, হাদীস শরীফে আসছে রাসূল (সা.) বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পাওয়া সত্ত্বেও নিজেদের গোনাহ মাফ করিয়ে নিতে পারেনি, তার চেয়ে হতভাগা আর কেউ হতে পারে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চর মোনাই পীর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ