Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

তিন দিনে প্রায় ৩ হাজার আসামির জামিন

ভার্চ্যুয়াল আদালত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ মে, ২০২০, ১২:০১ এএম

ভার্চ্যুয়াল আদালতের প্রথম তিন কার্যদিবসে ২ হাজার ৯৭৮ জনের জামিন মঞ্জুর হয়েছে। দেশের জেলা ও দায়রা জজ আদালত,মুখ্য মহানগর হাকিম আদালতে এসব জামিন হয়। সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার দফতর সূত্র জানায়, গত ১৪ই মে বৃহস্পতিবার সারাদেশে শুনানির জন্য ২ হাজার ৪৩৪টি আবেদন ভার্চ্যুয়াল আদালতে ওঠে। এর মধ্যে ভিডিও লিংকে শুনানির পর ১৮ শ’ ২১ জনের জামিন আবেদন মঞ্জুর হয়। এর আগে গত ১২ ও ১৩ মে যথাক্রমে: ১৪৪ জন এবং ১ হাজার ১৩ জনকে জামিন দেয়া হয়। ১৪ মে বিচারিক আদালতে জামিন দেয়া হয় ২ হাজার ৯৭৮ জনকে।

এর আগে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশনায় গত ১০ মে সারাদেশে ভার্চ্যুয়াল আদালত স্থাপন করে তাতে শুধু জরুরি জামিনের বিষয়ে শুনানি করতে বলা হয়। এ বিষয়ে ওই দিন সুপ্রিম কোর্ট প্রশাসন এ বিষয়ে একটি আদেশ জারি করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আদালত

২৪ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ