Inqilab Logo

রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

দুই ট্রাকের সংঘর্ষে ২৩ শ্রমিক নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ মে, ২০২০, ১০:০৩ এএম

ভারতের উত্তরপ্রদেশে দুই ট্রাকের সংঘর্ষের ঘটনায় ২৩ অভিবাসী শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ২০ জন শ্রমিক। স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে উত্তরপ্রদেশের আউরিয়া জেলার মিহৌলি জাতীয় সড়কের উপর দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।

দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, একটি ট্রাকে শ্রমিকরা ছিলেন। তারা রাজস্থান থেকে আসছিলেন।

নিহতরা বিহার, ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা। কিভাবে ওই দুর্ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করছে পুলিশ।

এর আগেও বেশ কিছু দুর্ঘটনায় অভিবাসী শ্রমিকদের মৃত্যু হয়েছে। ভারতে লকডাউনের কারণে বিভিন্ন রাজ্যে আটকে পড়া শ্রমিকরা বাড়ি ফিরতে উন্মুখ হয়ে আছে। অনেকেই পায়ে হেঁটেও বাড়ি ফেরার চেষ্টা করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ