Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খুলনায় চিকিৎসকসহ আরও পাঁচজনের করোনা শনাক্ত

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৭ মে, ২০২০, ৯:৪২ এএম

খুলনা মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে একজন চিকিৎসকসহ পাচজনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে একজন খুলনা মহানগরীর বাসিন্দা। আক্রান্তদের মধ্যে একজন খুলনা মহানগরীর বাসিন্দা। বাকিরা বাগেরহাট, নড়াইল ও সাতক্ষীরা জেলার বাসিন্দা।
আজ শনিবার রাতে তাদের নমুনা পরীক্ষা শেষে এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ।
তিনি জানান, আজ শনিবার খুমেকের আরটি-পিসিআর ল্যাবে মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে ৫ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে একজন নারী চিকিৎসক (৩১) রয়েছেন। তিনি নড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত। বাকিরা হলেন- খুলনা মহানগরীর করিমনগর সংলগ্ন গোলদার পাড়া এলাকার (২২) এক যুবক, বাগেরহাটের শরনখোলা উপজেলার রায়েন্দা এলাকার (৫৫) এক ব্যক্তি ও সদর উপজেলার বিজয়পুর এলাকার (৩০) এক নারী ও সাতক্ষীরা জেলার কলারোয়া এলাকার (৩৭) এক ব্যক্তি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ