নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া উপলক্ষে সেমিনার
বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া ‘এক্সারসাইজ সেফ গার্ড -২০১৯ এর অংশ হিসেবে খুলনা নৌ অঞ্চলে সমুদ্র সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল খুলনাস্থ নৌবাহিনী ঘাঁটি
কূটনৈতিক সংবাদদাতা : ভারতের নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবরের সঙ্গে বৈঠক করেছেন দিল্লী সফররত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। গত বৃহস্পতিবার মধ্যাহ্নে বৈঠকটি হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বলা হয়, বৈঠকে দুই প্রতিমন্ত্রী দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেছেন।
তিনদিনের সফরে গত বুধবার থেকে দিল্লীতে রয়েছেন শাহরিয়ার আলম। তিনি বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন বিমসটেক বিজনেস ফোরামের সপ্তম সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। ওই অনুষ্ঠানে প্রতিমন্ত্রীকে বিশেষ আমন্ত্রণ জানানো হয়। ভারতের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি ছাড়াও বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা সেখানে অংশ নিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।