Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আফগানিস্তানে ঘানি-আব্দুল্লাহ ক্ষমতা ভাগাভাগি চুক্তি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মে, ২০২০, ১০:৫৮ এএম

দীর্ঘদিন ধরে নানা টানাপোড়েনের পর অবশেষে আফগানিস্তানে প্রেসিডেন্ট আশরাফ ঘানি এবং তার প্রতিদ্বন্দি আব্দুল্লাহ আব্দুল্লাহর মধ্যে ক্ষমতার ভাগাভাগি নিয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।-আলজাজিরা
এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার মধ্য দিয়ে কয়েক মাসের অচলাবস্থা অবসান ঘটেছে গতকাল রবিবার। চুক্তি অনুযায়ী, আব্দুল্লাহ তালেবানের সঙ্গে শান্তি আলোচনায় নেতৃত্ব দেবেন। তার সমর্থকরাও মন্ত্রিসভায় স্থান পাবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই প্রতিদ্বন্দ্বি পাশাপাশি বসে ছিলেন।
সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চুক্তি স্বাক্ষরের দিনকে ঐতিহাসিক বলে উল্লেখ করে ঘানি বলেছেন, আন্তর্জাতিক হস্তক্ষেপ ছাড়াই এটা করা হয়েছে। এই সমঝোতার মধ্য দিয়ে আফগানিস্তানে শান্তি কতটা ফিরে আসে এটাই এখন দেখার পালা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ