Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

মতলবে চার ব্যবসায়ীকে জরিমানা

মতলব উত্তর(চাঁদপুর)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ মে, ২০২০, ৪:৫৪ পিএম

চাঁদপুরের মতলব দক্ষিণ সদর বাজারে সামাজিক দুরত্ব না মেনে চলা, ক্রেতা বিক্রেতার স্বাস্থ্যবিধি না মানা ও দোকান খোলা রাখায় চার ব্যবসায়ীকে ৬ হাজার ৭শত টাকা জরিমানা করা হয়েছে। গতকাল ১৮ মে সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারি কমিশনার (ভূমি) নূশরাত শারমীন এ জরিমানা করেন।

জানা যায়, ঐ দিন মতলব বাজারে দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় বাজারের মুদি ব্যবসা শুকলাল সাহ কে ৩হাজার টাকা, হাজী স্টোরের সামছুল হাজীর দোকানে ৩হাজার টাকা এবং স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব না মানায় দুইটি ঔষধ ফার্মেসীকে ৭শত টাকা জরিমানা করা হয়।

এ সময় স্যানিটারী ইন্সপেক্টর গাজী মোঃ খোরশেদ আলম, মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সেক্রেটারী ফয়সাল সরকারসহ সেনা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বিচারক সহকারি কমিশনার (ভূমি) নূশরাত শারমীন বলেন, মহামারি করোনার সংক্রমণ বিস্তার ভয়াবহ রূপ ধারণ করেছে। এ সময়ে নির্দেশনা অমান্য করে দোকান খোলা, জনসমাগম ঘটানো ও স্বাস্থ্যবিধি না মানায় তাদেরকে জরিমানা করা হয়। তিনি বলেন, আমরা সকলে প্রয়োজন ব্যতিত ঘরেই থাকি, সুস্থ থাকি, নিজের ও নিজের পরিবারের সদস্যদের জীবন বাঁচাই।

ক্যাপশন ঃ মতলব সদর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন বিচারক সহকারি কমিশনার (ভূমি) নূশরাত শারমীন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
৪ জানুয়ারি, ২০২৩
২৮ ডিসেম্বর, ২০২২
১৮ ডিসেম্বর, ২০২২
১০ ডিসেম্বর, ২০২২
১০ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ