Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

চাঁদপুরে আ’লীগ নেতা হত্যায় ৩ জন আটক

চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ মে, ২০২০, ১০:৫২ এএম

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি কুমারডুগী গ্রামের আজিজুর রহমান ভুট্টু হত্যা মামলায় ৩ জনকে আটক করা হয়েছে। এরা হচ্ছে মোস্তফা খান কালু, মনসুর খান এবং সুমন খান। আটক সবাই একই বাড়ির লোক।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাশেদ জানান, ভুট্টু হত্যা মামলায় ৫ জনকে সরাসরি বিবাদী করা হয়েছে। এছাড়াও এ মামলায় অজ্ঞাত একাধিক আসামী রয়েছে। মামলার বাদী নিহতের স্ত্রী নীলিমা আক্তার রাণী।

তিনি আরো জানান, বিবাদীদের সাথে নিহতের আর্থিক লেন-দেন রয়েছে। মূল সমস্যা সম্পত্তিগত। এপর্যন্ত তদন্তে বুঝাগেছে ১ নং বিবাদী পলাতক সোহাগ খানই হত্যার পরিকল্পনাকারী।

আসামীদের আজ ভোর ৫ টায় ডিবি পুলিশ কুমারডুগী এলাকা থেকে আটক করেছে বলে ওসি ডিবি জানিয়েছেন।

উল্লেখ্য সোমবার (১৮ মে ) সন্ধ্যায় ইউনিয়নের কুমারডুগী নিজ বাড়ি যাওয়ার পথে উল্লেখিত বিবাদীরাসহ বেশ কয়েকজন আজিজুর রহমান ভুট্টোকে হত্যার উদ্দেশ্যে হামলা করে। তারা নিহতের গলায় এবং শরীরের বিভিন্নস্থানে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে । পরে স্থানীয় লোকজন তাকে চাঁদপুর হাসপাতালের নেওয়ার পথে সে মারা যায় ।

আজিজুর রহমান ভুট্টু ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও ব্যবসায়ী। তিনি এলাকা বহুবিধ ব্যবসার সাথে জড়িত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ