Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভোলার শশীভূষনে ঘূর্ণিঝড় আম্ফানের ঝড়ো বাতাসে গাছ পড়ে গৃহবধূর মৃত্যু

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ মে, ২০২০, ৮:০৩ পিএম

চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড ইয়ানুর বেগম(৩২) এর গায়ে সুপারি গাছ ভেঙ্গে মাথায় আঘাত লাগে। সুত্রে জানাযায় বুধবার সকালে এওয়াজপুর গ্রামের ৪ নং ওয়ার্ডের কারিকর বাড়ির শাহাবুদ্দিনের স্ত্রী ৩ সন্তানের জননী ইয়ানুর সকাল বেলা পুকুরঘাটে গেলে হঠাৎ ঘু্র্নিঝড় আম্ফানের প্রবল বাতাসে উপড় থেকে সুপাড়ি গাছ মাথায় লেগে প্রচুর রক্তক্ষরন হয়। চিকিৎসকেরা জানিয়েছেন তার মাথায় প্রায় ২৫-২৬টি সেলাই লেগেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শশীভূষন বাজার ব্যবসায়ী আক্তার কফি হাউজের সত্বাধিকারি আক্তার জানান গুরুতর আহত অবস্থায় তাকে চরফ্যাশন হাসপাতালে পাঠালে দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার করেন। আজ (বৃহস্পতিবার) সকাল ৭ টায় বরিশাল শেরেইবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। পরিবারের স্বজনরা জানান বাড়িতে মৃতদেহ আনার প্রস্তুতি চলছে।
শশীভুষন থানার ওসি মনির হোসেন জানান গতকাল ঘূনিঝড় অাম্পানের ঝড়ো বাতাসে গাছের নীচে চাপা পরে মাথায় অাঘাতপ্রাপ্ত হলে বরিশাল নেয়ার পর শেরেবাংলা মেডিকেলে মারা যান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্ষয়ক্ষতি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ