মরণফাঁদে তিন সেতু

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার সাতটি সেতুর মধ্যে মাথাভাঙা নদীর ওপর সেতু, গলাইদড়ি সেতু ও হেমায়েতপুর
নীলফামারী জেলা সংবাদদাতা
নীলফামারীর ডিমলায় নিখোঁজের দু’দিন পর এক শিশুর লাশ গতকাল শনিবার দুপুরে নদী থেকে উদ্ধার করা হয়েছে। জানা যায়, গত বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলার নাউতরা ইউনিয়নের আকাশকুড়ি গ্রামের মফিজুল ইসলামের ৩ বছরের শিশু রিফাত খেলার সময় বাড়িসংলগ্ন নাউতরা নদীতে পড়ে যায়। নদীতে ¯্রােত বেশি থাকায় স্থানীয় জেলেরা চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দিলেও প্রবল ¯্রােতের কারণে শিশুটিকে উদ্ধার করতে পারেনি তারা। এদিকে শনিবার দুপুরে ঘটনাস্থল থেকে ৩ কিলোমিটার দূরে শিশুটির লাশ নাউতরা নদীর ধারে একটি বাঁশের ঝোপে আটকে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পুলিশ এসে লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।