ফিলিস্তিনি-মার্কিন মেহেরকে গোয়েন্দা পরিচালক হিসাবে নিয়োগ বাইডেনের

নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার বৈচিত্রময় প্রশাসনে আরেক ফিলিস্তিনি বংশোদ্ভূতকে নিয়োগ দিয়েছেন। তিনি ফিলিস্তিনি-মার্কিন
বিতর্কিত হিমালয়ান রাজ্য কাশ্মীর নিয়ে উত্তেজনা কমিয়ে আনতে পাকিস্তান ও ভারতের মধ্যে পারস্পরিক অস্ত্রবিরতি দেখতে চায় যুক্তরাষ্ট্র। একজন সিনিয়র কূটনীতিক এ কথা জানিয়েছেন। কাশ্মীর অঞ্চলের নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) প্রায় প্রতিদিনই ভারত ও পাকিস্তানী সেনাদের মধ্যে গুলি বিনিময় হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক প্রিন্সিপ্যাল ডেপুটি এসিসট্যান্ট সেক্রেটারি অব স্টেট এলিস ওয়েলস এ কথা বলেন। পাকিস্তান শাসিত কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর গোলাবর্ষণে বেসামরিক লোকজন নিহত হওয়ার কারণে বৃহস্পতিবার ভারতীয় রাষ্ট্রদ‚তকে তলব করে প্রতিবাদ জানিয়েছে ইসলামাবাদ। গত এক বছরের বেশি সময় ধরে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশের মধ্যে শত্রু তা ক্রমাগত বাড়ছে। কাশ্মীর অঞ্চলের নিয়ন্ত্রণ রেখায় সংঘাত বন্ধের জন্য ২০০৩ সালে দুই দেশ একটি অস্ত্রবিরতি চুক্তি করলেও তা এখন অকার্যকর হয়ে পড়ছে। ফলে দুই দেশের মধ্যে যেকোন সময় সীমান্ত সংঘাত বেধে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ১৯৪৭ সালের পর থেকে দুই দেশ তিনবার যুদ্ধ করেছে। এর দুটিই কাশ্মীর অঞ্চল নিয়ে। অঞ্চলটি দুই দেশের মধ্যে বিরোধের কারণ হয়ে আছে। ভারত ও পাকিস্তান উভয়েই কাশ্মীরের পুরো অংশ দাবি করছে। ভিওএ, এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।