Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বাবাকে শিশু সন্তানের শেষ আদর!

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ মে, ২০২০, ১২:০৮ এএম

মৃত বাবার মাথায় হাত রাখলো সাত বছরের সন্তান, পাশে তার মা। কচি হাতে বাবাকে শেষবারের মতো আদর দিলো শিশুটি। এর পর দ্রুতই তাদের হাসপাতাল ত্যাগ করতে হলো। কারণ তার লাশ দাফন হবে সরকারি ব্যবস্থাপনায়। করোনা টেস্টের রিপোর্ট না আসলেও ৪০ বছর বয়সী ওই ব্যক্তি করোনা উপসর্গ নিয়েই সীতাকুন্ডের ফিল্ড হাসপাতালে মারা যান।

হাসপাতালের পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন স্ট্যাটাস দিয়ে এই ঘটনার বর্ণনা দেন। তিনি লিখেন রোগী যখন মারা গেলেন তখন তার স্ত্রীকে বলি আপনার সন্তান তার বাবাকে শেষবারের মতো দেখবে না। তিনি বলেন, সে কিভাবে আসবে, বাসায় যে কেউ নেই।

আমি বললাম, আপনি বাসায় গিয়ে আপনাদের সন্তানকে নিয়ে আসুন। আমাদের হাসপাতালের গাড়ি নিয়ে যান। তাই হলো। সন্তান তার বাবাকে শেষবারের মতো স্পর্শ করে আদর করলো। এই এক বেদনাবিধুর বাস্তবতা। গত বুধবার ভর্তির ১৩ ঘণ্টা পর ওই রোগী মারা যান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিশু-সন্তান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ