Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগে প্রথম ধাপে সফল চীন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ মে, ২০২০, ৭:৫৮ পিএম

করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগে প্রথম ধাপে সফল হয়েছে চীন। এখন অপেক্ষা আর দুটি ট্রায়ালের। ভ্যাকসিনটির ক্লিনিক্যাল ট্রায়ালের পর গতকাল শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে চিকিৎসা বিষয়ক বিখ্যাত সাময়িকী দ্য ল্যানসেট।

প্রতিবেদনে বলা হয়, ভ্যাকসিনটি এখনই ব্যবহার করা হবে না। কেননা, এর ব্যবহারের শতভাগ নিশ্চিত হতে আরও দুটি ট্রায়ালের জন্য অপেক্ষা করতে হবে। প্রথম ধাপে ১০৮ জন স্বাস্থ্যবান স্বেচ্ছাসেবীকে নিয়ে ভ্যাকসিনটির ট্রায়াল দেয়া হয়। ২৮ দিন পর বিজ্ঞানীরা ‘আশা জাগানিয়া’ ফল পান। বাকি দুটি ধাপের ট্রায়াল শেষ হতে হতে আরও ছয় মাস সময় লাগবে।
দ্য ল্যানসেট জানিয়েছে, (Ad5-nCoV) ভ্যাকসিনটি মানুষের শরীরে নিরাপদ, সহনশীল এবং নভেল করোনার বিরুদ্ধে ভালো রোগ প্রতিরোধক ব্যবস্থা গড়ে তুলেছে। মানুষের শরীরে ক্ষতিকর ভাইরাস প্রবেশ করলে রক্তে আপনা-আপনি এক ধরনের প্রতিরোধক ব্যবস্থা (অ্যান্টি-বডি) গড়ে ওঠে। অধিকাংশ ভাইরাস সেই অ্যান্টিবডির কারণে শরীরের ক্ষতি করতে পারে না। করোনাভাইরাস কিন্তু তা পারছে। একে প্রতিরোধ করতে হলে টিকার মাধ্যমে রোগ প্রতিরোধক ব্যবস্থাকে (ইমিউন সিস্টেম) শক্তিশালী করা দরকার।

সেই চেষ্টায় চীনে এখন পর্যন্ত পাঁচটি প্রতিষ্ঠান ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল শুরু করেছে বিজ্ঞানীরা । ল্যানসেট যে ভ্যাকসিনটির খবর দিয়েছে, সেটি নিয়ে কাজ করছে বেইজিং ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি। প্রতিষ্ঠানটির প্রফেসর ওয়েই চেন প্রথম ধাপের ডেটা বিশ্লেষণকে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’ বলেছেন।

কোনো প্রতিষেধক না থাকা কোভিড-১৯ রোগের ভ্যাকসিন তৈরি করতে চীনসহ কয়েকটি দেশ উঠেপড়ে লেগেছে। চীনের সঙ্গে যৌথভাবে জার্মানি কাজ করছে। এর মধ্যে ১২টি কোম্পানিও চেষ্টা করছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ