Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আবারও বলছি, বায়তুল মুকাদ্দাস মুসলমানদের রেড লাইন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ মে, ২০২০, ১০:৫৮ এএম

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, তুরস্ক কখনোই ফিলিস্তিনি ভূখণ্ডকে অন্যের হাতে তুলে দেওয়ার নীতি ও পরিকল্পনা মেনে নেবে না এবং আবারও বলতে চাই বায়তুল মুকাদ্দাস বিশ্বের মুসলমানদের রেড লাইন।

গতকাল রোববার রাতে ঈদুল ফিতর উপলক্ষে এক বার্তায় এ কথা বলেন। এরদোগান বলেন, ইসরাইল ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইন উপেক্ষা করে চলেছে। এরদোগান পাশ্চাত্যে মুসলমানদের অবস্থা সম্পর্কে বলেন, আমাদের মুসলিম ভাইদেরকে পশ্চিমা দেশগুলোতে প্রতিদিন জাতিগত বিদ্বেষ এবং ইসলাম আতঙ্কের মতো বিষয়গুলো মোকাবেলা করতে হচ্ছে।

তুর্কি প্রেসিডেন্ট বলেন,করোনাভাইরাস এটা প্রমাণ করেছে বিশ্বের বিশেষ কোনো দেশ বা অঞ্চল ‌অন্যদের থেকে আলাদা কিছু নয়।

দখলকৃত পশ্চিম তীরের উপর ইসরাইলের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার ঘোষণা দেওয়ার ইসরাইলি পরিকল্পনার প্রতি ইঙ্গিত করে তিনি এসব কথা বলেন।

গত জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিন বিরোধী ষড়যন্ত্র 'ডিল অব দ্যা সেঞ্চুরি' পেশ করেন। এর আওতায় তিনি বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেম শহরকে দখলদার ইসরাইলের অবিভক্ত রাজধানী হিসেবে ঘোষণা করেন। এছাড়া তিনি পশ্চিম তীরের উপরও ইসরাইলের সার্বভৌমত্বের স্বীকৃতি দেয়ার প্রস্তাবও করেন ট্রাম্প।

সূত্র: পার্সটুডে



 

Show all comments
  • মোঃ আইয়ুবশিকদার ২৫ মে, ২০২০, ১০:১৬ পিএম says : 0
    উনাকে আল্লাহ যেন নেক হায়াত দারাজ করেন, উনার মত শাসক প্রতিটি মুসলিম বিশ্বের জন্য অপরিহার্য।
    Total Reply(0) Reply
  • MD. ABDULLA -AL - MARUF ২৬ মে, ২০২০, ১০:০৮ এএম says : 0
    এসব সান্ত্বনা মূলক কথার বুলি না আওড়ে ফিলিস্টিনদের জন্য প্রয়োজনীয় সাহায্য পাঠালে তাদের শিশুদের ঈদ ভাল কাটত ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এরদোগান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ