Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

এফ এ সুমনের গানের সাফল্য

প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : সঙ্গীতশিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক এফ এ সুমনের গাওয়া-ভিতর কান্দে, জাদুরে, মন মুনিয়া, দরদিয়া, ঘুম পাড়ানি বন্ধু, জানরে তুই, জানেরে খোদা জানে, রঙ্গিলা রে, বঁধুয়াসহ বেশ কিছু গান ইতোমধ্যে শ্রোতামহলে ব্যাপকভাবে সাড়া ফেলেছে। গত ঈদে তার প্রকাশিত গানের অ্যালবামের সংখ্যা ৫টি। ঈদের এই অ্যালবামগুলো থেকে তার বেশ কয়েকটি গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। তার মধ্যে ‘রঙিন স্বপ্ন’, ‘ভাব কইরা তোর সনে’, ‘ও সখি’, ‘পিঞ্জর’ শিরোনামের গানগুলো বেশ সাড়া জাগিয়েছে। পাশাপাশি খুব অল্প সময়ের মধ্যে ইউটিউবেও রেকর্ড গড়েছে। এ প্রসঙ্গে এফ এ সুমন বলেন, আমার প্রতিটা কাজ খুব যতœ সহকারে করার চেষ্টা করি। তাই গানগুলো একটু সময় নিয়েই করেছি। ফলে গানগুলো শ্রোতাদের আকর্ষণ করেছে। তাদের ভালোবাসায় আমি মুগ্ধ এবং অভিভূত। তিনি বলেন, আমার গানগুলো শোনার পাশাপাশি যে এতো সংখ্যায় তারা দেখে তা ইউটিউব না দেখলে বুঝতে পারতাম না। ইউটিউবে আমার অফিসিয়াল ভিডিওগুলোর পাশাপাশি অনেক আন-অফিসিয়াল ভিডিও রয়েছে। যার একেকটা ভিডিও কয়েক মিলিয়নবার দেখা হয়েছে। উল্লেখ্য, মোবাইল কোম্পানিগুলোর ওয়েলকাম টিউন এবং রিংটোনের ‘শীর্ষ দশ’-এ রয়েছে সুমনের বেশ কয়েকটি জনপ্রিয় গান। বর্তমানে তিনি ব্যস্ত আছেন বেশ কিছু নতুন সিনেমার সংগীত পরিচালনা, লাইভ কনসার্ট ও পরবর্তী অ্যালবামের কাজ নিয়ে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এফ এ সুমনের গানের সাফল্য
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ