Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বটিয়াঘাটায় ভয়াবহ অগ্নিকান্ডে ৩৫ দোকান ভস্মীভূত

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২৭ মে, ২০২০, ১১:১৯ এএম

খুলনার বটিয়াঘাটা উপজেলার নতুন স্ট্যান্ডে আজ বুধবার ভোর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে খালের উপর ঝুলন্ত ৩৫ টি দোকান পুড়ে ছাই হয়ে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা দেরিতে ঘটনা স্থলে পৌছানোর কারনে ক্ষতির পরিমাণ বেশী হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।
জানা গেছে, বুধবার ভোর রাত ৪ টার দিকে উপজেলার নতুন স্ট‍্যান্ডের খালের উপর অবস্থিত ঝুলন্ত দোকানে বৈদুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয় বলে প্রথমিক ভাবে ধারনা করা হচ্ছে ৷ মুহুর্তের মধ্যে আশ পাশের একাধিক দোকান পুড়ে ছাই হয়ে যায় ৷ আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয় স্ট‍্যান্ড মসজিদের মাইকে বার বার আগুন লাগার ঘোষনা দিতে থাকে। স্থানীয় লোকজন তাৎক্ষনিক ভাবে আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয় ৷ ফায়ার সার্ভিসের গাড়ী আসার পূর্বেই ৯৫ শতাংশ দোকান পুড়ে যায় ৷
প্রাথমিকভাবে খোজ নিয়ে জানা যায় প্রায় ৩৫ টি দোকান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩ কোটি টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ওসি, স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন ৷



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকাণ্ড

২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ