র্যাব-৯ এর উদ্যোগে মাদক, জঙ্গি ও সন্ত্রাসবিরোধী ম্যারাথন কাল সিলেটে

'হাফ ম্যারাথন প্রতিযোগিতা-২০২১'। কাল (শুক্রবার) র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন-র্যাব-৯এর উদ্যোগে সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ ম্যারাথন।
মৌলভীবাজার সদর উপজেলার শমসেরনগর রোডস্থ স্বচ্ছ ড্রাগ হাউজের সামনে থেকে এক কেজি গাঁজা সহ মোস্তফা মিয়া (৫২) নামে মাদক ব্যবসায়ীকে আটক করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেনের নেতৃত্বে মৌলভীবাজার সদর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই, তাপস চন্দ্র রায়, সঙ্গীয় এএসআই, মোঃ জাহিদুল ইসলাম, এএসআই মোঃ মিজানুর রহমানসহ সঙ্গীয় ফোর্সসহ ১কেজি গাজাসহ মোস্তফা মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে শহরের শমসেরনগর রোডস্থ স্বচ্ছ ড্রাগ হাউজের সম্মুখ থেকে আটক করা হয়।
মৌলভীবাজার মডেল থানা সূত্রে জানা যায়, আটক কৃত মাদক ব্যবসায়ী মোঃ মোস্তফা মিয়া (৫২) স্বামী-মৃত আজাহার আলী, সাং-ভরনিয়া (ধর্মগড়, আনছা ডাঙ্গী), থানা-রাণীশংকৈল, জেলা-ঠাকুরগাঁও।
মাদক ব্যবসায়ী বর্তমান চুবড়া (ঢাকা বাসষ্ট্যান্ডের পিছনে, খসরু মিয়ার কলোনীতে থেকে মাদক ব্যবসা করে আসছিল ।
তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।