Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সখিপুরে শশুরের বিরুদ্ধে প্রবাসী ছেলের বউয়ের থানায় অভিযোগ

শশুরের আত্মহত্যার চেষ্টা

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ মে, ২০২০, ৮:৩৭ পিএম

টাঙ্গাইলের সখিপুরে শশুর কিতাব আলীর বিরুদ্ধে প্রবাসী ছেলে রফিকুল ইসলামের ছেলে থানায় অভিযোগ করায় নিজের পেটে নিজে ছুরি ঢুকিয়ে দিয়ে শশুর কিতাব আলী আত্মহত্যার চেষ্টা করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সখিপুর হাসপাতালে পরে অবস্থা খারাপ হলে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকালে উপজেলার ঘেচুয়া গ্রামে। জানা গেছে, প্রবাসী ছেলে রফিকুলের স্ত্রী কল্পনা বৃহস্পতিবার শশুরের বিরুদ্ধে অত্যাচার-নির্যাতনের অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দাখিল করে। শুক্রবার বিকালে সখিপুর থানার এএসআই হাকিম তদন্তের জন্য ঘটনাস্থলে যায়। এর পরে মজনু গংরা ওই বাড়িতে গিয়ে শশুর কিতাব আলীকে বগাঝগা করলে এক পর্যায়ে কিতাব আলী নিজের পেটে নিজে ছুরি ঢুকিয়ে দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এ ব্যাপারে কিতার আলীর স্ত্রী আনেছা বেগম বাদী হয়ে মজনু সহ তিনজনকে আসামী করে সখিপুর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছে। অভিযুক্ত মজনু মুঠোফোনে জানায়,সে ওই বাড়িতে গিয়েছে তবে আত্মহত্যা প্ররোচনার মতো কোন কথা বলেনি। সখিপুর থানার এমসআই হাকিম বলেন,কল্পনার অভিযোগের তদন্তের পর আমি চলে আসি। এরপর বিদেশ থেকে রফিকুল তার বন্ধু মজনুকে ফোন দিয়ে ঘটনাটি জানালে সে লোকজন নিয়ে কিতাব আলীর বাড়িতে যায়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ