নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন আলোচনাধীন- নোয়াব সভাপতি

সাংবাদিকদের জন্য নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন আলোচনাধীন বলে জানিয়েছেন, নোয়াব সভাপতি এ কে আজাদ। পদ্মা সেতুর
গাইবান্ধার সুন্দরগঞ্জে পুলিশ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা টেবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ।
পুলিশ জানায়,শনিবার(৩০ মে) ভোর রাতে ইয়াবা বিক্রির সময় উপজেলার বামনডঙ্গা ইউনিয়নের দেওডোবা গ্রামে রেললাইন থেকে তাদের গ্রেফতার করা হয়। এরপর তাদের দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা টেবলেট পাওয়া যায়। এরা হলেন দেওডোবা গ্রামের খায়রুজ্জামানের ছেলে ছাইদুর রহমান সাগর(১৯) ও রংপুরের পীরগাছা উপজেলার পাঠকশিকড় গ্রামের সাইদুর রহমানের ছেলে রাজু মিয়া(২৫)। থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান,তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।