Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভারত বা হিন্দুস্তান রাখতে মামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ মে, ২০২০, ১২:০২ এএম

দেশকে দুটি নামে না ডেকে সব জায়গায় একটি ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে ভারত বা হিন্দুস্তানকে প্রাধান্য দিতে বলা হয়েছে। ভারতীর সংবাদ মাধ্যম জি নিউজ জানিয়েছে, ভারতের সুপ্রিমকোর্টে দিল্লির এক ব্যক্তি এ নিয়ে একটি মামলা দায়ের করেছেন। ২ জুন এই মামলার শুনানি হবে। এ বিষয়ে কেন্দ্রের কাছে হলফনামা চেয়েছে সুপ্রিমকোর্ট। মামলায় সেই ব্যক্তি দাবি জানিয়েছেন, ভারত নামটির মধ্যেই দেশটির সব ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি বহন করে। এ নামে দেশবাসীর জাতীয়তাবোধ বেশি জেগে উঠবে। তাই দেশকে দুটি নামে না ডেকে সব জায়গায় একটি ব্যবহার করতে। সেক্ষেত্রে ভারত বা হিন্দুস্তানকে প্রাধান্য দিতে বলা হয়েছে। এছাড়া মামলায় সংবিধানের ধারা অনুচ্ছেদের উল্লেখ করে আবেদন করা হয়েছে, একটাই নাম দেশের মানুষের মধ্যে জাতীয়তাবোধ বাড়াবে। ভারতীয় হিসাবে গর্ববোধ করে দেশটির অধিবাসীরা। এর আগে, ১৯৪৮ সালের গণপরিষদ বিতর্কে প্রথমবারের মতো একই আবেদন করা হয়েছিল। সেই সময়েই ভারত বা হিন্দুস্তান নামকরণের দাবি উঠেছিল। প্রসঙ্গত, চন্দ্রবংশীয় পৌরাণিক রাজা ভরতের নামানুসারে ভারতবর্ষ নামকরণ হয়েছিল। অঞ্চলটি ভরত রাজা দানে পেয়েছিলেন। আর প্রাচীনকালে গ্রিকরা ভারতীয়দের ইন্দাস বা ইন্দোই নামে সম্বোধ্ন করতেন। এর অর্থ সিন্ধু অববাহিকার অধিবাসী। সেই থেকেই ইংরেজিতে ইন্ডিয়া নামে ডাকা হয় ভারতকে। জি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ