Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

দক্ষিণ চীন সাগর ইস্যুতে আসিয়ান নেতাদের সঙ্গে বৈঠক করবেন কেরি

প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিতর্কিত দক্ষিণ চীন সাগর নিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সংস্থা আসিয়ান নেতাদের সাথে আগামী সপ্তাহে লাওসে বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। চীনের মালিকানা নিয়ে আন্তর্জাতিক আদালতের বিরোধী রায়ের পরও চলমান উত্তেজনা কাটিয়ে সঠিক কূটনৈতিক উপায় খুঁজতে এই সিদ্ধান্ত নেন তিনি। গত সোমবার কেরি দক্ষিণ পূর্ব এশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে ভিয়েতনামের লাওসে বৈঠক করেন। এতে চীন এবং আসিয়ানভুক্ত দেশগুলো বিশেষত ফিলিপাইন এবং ভিয়েতনামের মধ্যে চলমান উত্তেজনা, দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে আলোচনা করা হয়। একজন উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তা জানান, আমরা আশা করছি পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে সংশ্লিষ্টরা দক্ষিণ চীন সাগর নিয়ে চলমান উত্তেজনা কাটিয়ে কূটনৈতিক ভাবে শান্তিপূর্ণ উপায়ে এটি সমাধান করবেন। এর আগে, আন্তর্জাতিক আদালত দক্ষিণ চীন সাগরের মালিকানা ফিলিপাইনের বলে রায় দেয় এবং চীনের আধিপত্য অবৈধ বলে ঘোষণা করে। চীন এই রায় অস্বীকার করে এবং দক্ষিণ চীন সাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের উপস্থিতির নিন্দা জানায়। আন্তর্জাতিক নিয়মের উদ্বৃতি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র চীনা দ্বীপের কাছাকাছি সামরিক টহল দিচ্ছে, চীনও সেখানে সামরিক উপস্থিতি জোরদার করেছে। যা দিন দিন উত্তেজনা বাড়াচ্ছে। যুক্তরাষ্ট্র বলছে, বিতর্কিত দক্ষিণ চীন সাগর ইস্যু নিয়ে আসিয়ান দেশগুলোর যৌথ মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দক্ষিণ চীন সাগরে প্রতি বছর ৫ ট্রিলিয়ন ডলারের ও বেশি বাণিজ্য হয়। সূত্র: রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দক্ষিণ চীন সাগর ইস্যুতে আসিয়ান নেতাদের সঙ্গে বৈঠক করবেন কেরি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ