Inqilab Logo

ঢাকা, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০, ২৩ আষাঢ় ১৪২৭, ১৫ যিলক্বদ ১৪৪১ হিজরী

কক্সবাজার ৫ রোহিঙ্গাসহ নতুন করোনা আক্রান্ত ৯২

বিশেষ সংবাদদাতা, কক্সবাজার | প্রকাশের সময় : ১ জুন, ২০২০, ৮:১৫ পিএম

১ জুন কক্সবাজারে ৯২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ২৮৩ জনের নমুনা পরীক্ষায় ৯২ জনের রিপোর্ট পজিটিভ আসে।

এর মধ্যে অন্য জেলার ২ জন, রোহিঙ্গা ৫ জন ও পুরাতন রোগীর ফলোআপ ৪ জন বলে জানা গেছে।

কক্সবাজার সদরে সর্বোচ্চ ৩৬ জন, উখিয়ায় ৭ জন, রামুতে ২২ জন, টেকনাফে ৪ জন, পেকুয়ায় ২ জন, চকরিয়ায় ১৪ জন এবং রোহিঙ্গা ক্যাম্পে রয়েছে ৫ জন। এছারাও সাতকানিয়ার ১ জন এবং চাঁদগাঁও থানার রয়েছে একজন।

বিষয়টি কক্সবাজার মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা অনুপম বডুয়া সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

এনিয়ে ১ জুন পর্যন্ত কক্সবাজারে করোনা রোগীর সংখ্যা ৩২ জন রোহিঙ্গাসহ ৮০২ জন।

এদিকে আজকেও কক্সবাজারে করোনায় মৃত্যু হয়েছে ৩ জনের। এপর্যন্ত কক্সবাজারে করোনায় মারা গেছে ১৫ জন। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ