নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন আলোচনাধীন- নোয়াব সভাপতি

সাংবাদিকদের জন্য নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন আলোচনাধীন বলে জানিয়েছেন, নোয়াব সভাপতি এ কে আজাদ। পদ্মা সেতুর
বৃষ্টির মধ্যে বাড়ির পাশে খড়ের পালায় কাজ করার সময় বজ্রপাতে নিহত হন সিরাজগঞ্জে সদর উপজেলার শিয়ালকোলের কলেজ ছাত্র গোলাম আজম (১৮)।সোমবার (১ মে) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। তার পিতা আব্দুস সাত্তার আহত হয়েছেন।
শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সন্ধ্যায় বৃষ্টির মধ্যে বাড়ির পাশে খড়ের পালায় কাজ করার সময় তারা বজ্রপাতে আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পথেই মারা যান গোলাম আজম। তার বাবা হাসপাতালে ভর্তি আছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।