Inqilab Logo

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

স্বাস্থ্যবিধি মেনে চলতে পটুয়াখালী নদীবন্দর থেকে নির্ধারিত সময়ের ৪ ঘন্টা পূর্বে পটুয়াখালী থেকে ঢাকা গেল দুটি লঞ্চ

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ জুন, ২০২০, ৭:৫০ পিএম

স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থে আজ পটুয়াখালী নদীবন্দর থেকে নির্ধারিত সময়ের প্রায় ৪ ঘন্টা পূর্বে ঢাকারা উদ্দ্যেশে দুটি যাত্রীবাহী লঞ্চ পটুয়াখালী নদীবন্দর ঘাট ত্যাগ করে।
পটুয়াখালী নদী বন্দরের সহকারী পরিচালক খাজা সাদিকুর রহমান জানান, আজ পটুয়াখালী নদীবন্দর থেকে ৭২৭ জন যাত্রী ধারন ক্ষমতা সম্পন্ন এমভি কুয়াকাটা ও ৭০০জন যাত্রী ধারন ক্ষমতা সম্পন্ন এমভি কাজল লঞ্চের পটুয়াখালী ঘাট ত্যাগ করার সিডিউল টাইম সন্ধ্যা ৬ টায় ছিল। দুপূর ১ টার মধ্যেই সামজিক দুরুত্ব বজায় রেখে প্রতিটি লঞ্চেই ডেকে অর্ধেক যাত্রী পরিপূর্ন হওয়ায় কুয়াকাটা ১-৫০ মিনিটে এবং কাজল ২-২০ মিনিটে পটুয়াখালী নদীবন্দর থেকে ঢাকার উদ্দ্যেশে ছেড়ে যায়।তিনি আরোও জানান,সামাজিক দুরত্ব সহ স্বাস্থ্যবিধি বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তারা কঠোর অবস্থানে রয়েছেন।
এদিকে বেশ কিছু যাত্রী সামাজিক দুরত্ব নিশ্চিত করতে লঞ্চে স্থান না পাওয়ায় বাড়ীতে ফেরত গিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ