Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইইউর বাজারে প্রবেশে ফি দিতে হবে ৭০ হাজার কোম্পানির

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জুন, ২০২০, ১২:০১ এএম

নভেল করোনাভাইরাস মহামারী থেকে ঘুরে দাঁড়ানোর কর্মস‚চির আওতায় ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) প্রবেশ করতে ফি দিতে হবে ৭০ হাজার কোম্পানিকে। ফিন্যান্সিয়াল টাইমসকে (এফটি) দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান ইইউর বাজেট কমিশনার ইওহানেস হান। খবর বøুমবার্গ। এফটিকে দেয়া সাক্ষাৎকারে হান বলেন, ৭৫ হাজার কোটি ইউরো বা ৮৩ হাজার ৩০০ কোটি ডলারের পুনরুদ্ধার পরিকল্পনার বিশালাকার ঋণ পরিশোধে ব্লকটির বিকল্প আয়ের উৎস অনুসন্ধান ছাড়া উপায় নেই। কোম্পানিগুলোর ওপর শুল্ক আরোপের এ সিদ্ধান্তে ইইউভুক্ত দেশগুলোকে সমর্থন জানানোর আহŸান রাখেন তিনি। ইউরোপীয় কমিশনের পুনরুদ্ধার তহবিলের নীলনকশায় আয়ের বেশ কয়েকটি নতুন উেসর কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছে কার্বন নিঃসরণকারী কোম্পানিগুলোর ওপর শুল্ক আরোপ এবং বৈশ্বিক কোনো গ্রহণযোগ্য উপায় না পেলে ডিজিটাল কোম্পানিগুলোর ওপর শুল্ক আরোপ করা। বৃহৎ কোম্পানিগুলোর কার্যক্রম পরিচালনার ক্ষেত্রেও নতুন তহবিল সংগ্রহের উৎস খুঁজে পাচ্ছেন হান। এফটিকে হান বলেন, কোম্পানির আকারের ওপর ভিত্তি করে ৭৫ কোটি ডলার বৈশ্বিক বিক্রির ইউরোপের ৭০ হাজার কোম্পানিকে এ শুল্কের লক্ষ্যবস্তু করা হয়েছে। বøুমবার্গ।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইইউর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ