Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ-সহিংসতায় নিহত ১১, আহত শতাধিক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জুন, ২০২০, ২:২৬ পিএম

জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডে সৃষ্ট সহিংস বিক্ষোভে ১১ জনের প্রাণহানী ঘটেছে। আহত হয়েছে শতাধিক মানুষ। ওই কৃষ্ণাঙ্গকে হত্যার জের ধরে গেল আটদিন সহিংসতা চলছে দেশজুড়ে। নিহতদের মধ্যে ডেট্রোয়েট, শিকাগো, ওমাহা, ডেভেনপোর্ট, অকল্যান্ড, লুইভিলের বাসিন্দা রয়েছে। তাদের বেশিরভাগ আফ্রিকান আমেরিকান।

সংবাদমাধ্যম এপির তথ্য অনুযায়ী, গত আটদিনের বিক্ষোভে যুক্তরাষ্ট্রে প্রায় ৪ হাজার ৪শ’ মানুষকে আটক করা হয়। তাদের বেশিরভাগই লুট, কারফিউ ভঙ্গ এবং সড়কে ব্যারিকেড দেওয়ার অপরাধে আটক হয়েছেন। বিক্ষোভ দমনে ওয়াশিংটন, লস এঞ্জেলেস, নিউইয়র্কসহ ৪০টিরও বেশি শহরে কারফিউ জারি করা হয়েছে। বুধবার (৩ জুন) রুশ বার্তাসংস্থা টাস এ তথ্য জানায়।

এছাড়া, বিক্ষোভে সহিংসতায় যুক্তরাষ্ট্রে কয়েকশ’ মানুষ আহত হলেও তাদের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ