ইরানের কালো তালিকায় যুক্ত হলো ট্রাম্পের নাম

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের বেশকিছু বর্তমান ও সাবেক কর্মকর্তাদের মঙ্গলবার কালোতালিকাভুক্ত
ভারত অধিকৃত জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলার কংগান এলাকায় নিয়ন্ত্রণ রেখার কাছে ভারতীয় সেনাদের সঙ্গে স্থানীয় সংগঠন জইস-ই-মোহাম্মদের সদস্যদের মধ্যে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। এ সংঘর্ষে সংগঠনের ৩ জন নিহত হয়েছেন। আজ বুধবার সকালে এ সংঘর্ষ হয়।
জানা গেছে, আজ সকালে কংগান এলাকায় সন্ত্রাসী গোষ্ঠীর উপস্থিতির খবর পাওয়ার পরে অভিযান শুরু করে ভারতীয় নিরাপত্তাবাহিনী। এতে নিরাপত্তাবাহিনীর গুলিতে জইস-ই-মোহাম্মদ গোষ্ঠীর তিনজন নিহত হন। নিহতদের পরিচয় সনাক্ত করা হচ্ছে।
জম্মু ও কাশ্মীর পুলিশ, ভারতীয় সেনাবাহিনীর ৫৫ রাইফেলস এবং সিআরপিএফের ১৮৩ ব্যাটালিয়নের যৌথ দল এ অভিযান চালায়। এক পর্যায়ে বন্দুকযুদ্ধের সূত্রপাত হয়। তথ্য সূত্র: নিউজ ১৮।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।