কেন্দ্রীয় যুবলীগের ২ প্রেসিডিয়াম সদস্যকে মঠবাড়িয়ায় সংবর্ধনা

পিরোজপুরের মঠবাড়িয়ার কৃতিসন্তান তাজউদ্দিন আহম্মেদ ও মো. জসিম মাতুব্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মনোনিত
চট্টগ্রামে করোনায় মৃত্যু বাড়ছে। বৃহস্পতিবার সকালে মাত্র দুই ঘন্টার মাথায় দুই জনের মৃত্যু হয়েছে।
সকাল সাতটায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে মারা গেছেন সেলিনা আফরোজ। নগরীর জামাল খান এলাকার বাসিন্দা ৫৬ বয়সী ওই রোগীর করোনায় পাশাপাশি ডায়াবেটিস ও হার্টের সমস্যা ছিলো বলে জানান হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা আব্দুর রব। তাকে গত ২৯ মে হাসপাতালে ভর্তি করা হয়।
তার আগে ভোর পাঁচটায় আইসিইউতে মারা গেছেন হাফসা বেগম। নগরীর পাঁচলাইশ এলাকার বাসিন্দা ৫০ বয়সী ওই রোগীর ডায়াবেটিস ও হাইপারটেনশন সমস্যা ছিলো বলে জানান ডা রব। তাকে গত ২ জুন হাসপাতালে ভর্তি করা হয়।
সিভিল সার্জন অফিসের হিসেবে চট্টগ্রামে করোনায় এ পর্যন্ত ৮৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত সাড়ে তিন হাজার ছাড়িয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।