Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

এশিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৪০১ নম্বরে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ জুন, ২০২০, ১:৫৮ পিএম

বিশ্ব নয় এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে নেই বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে ৪০১।

এশিয়ার সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের নতুন তালিকা প্রকাশ করেছে টাইমস হায়ার এডুকেশন। ‘এশিয়া ইউনিভার্সিটি র‌্যাংকিং ২০২০’ নামে ওই তালিকায় ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার বিশ্ববিদ্যালয়ের স্থান হলেও স্থান পায়নি বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান। এমনকি ৪০০’র মধ্যে নেই কোনোটি।

এ তালিকায় সবচেয়ে বেশি রয়েছে চীনের বিশ্ববিদ্যালয়। এ সংখ্যা ২৩টি। জাপানের রয়েছে ১৪টি। এ ছাড়া বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতের আটটি বিশ্ববিদ্যালয় রয়েছে এ তালিকায়।

এশিয়া সেরার তালিকায় এক নম্বরে রয়েছে চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় অবস্থানে একই দেশের পেকিং বিশ্ববিদ্যালয়, তৃতীয় অবস্থানে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি।

শিক্ষার পরিবেশ, গবেষণা, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিসহ পাঁচটি ক্ষেত্র বিবেচনা করে এই র‌্যাংকিং করা হয়।

এই নিয়ে অষ্টমবার এই র‌্যাংকিং প্রকাশ করল টাইমস হায়ার এডুকেশন।

 

‘দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স’।

এশিয়া সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ৩৬ নম্বরে রয়েছে বেঙ্গালুরুর এই বিজ্ঞান প্রতিষ্ঠানটি। প্রথম পঞ্চাশের মধ্যে রয়েছে আইআইটি-রোপড় (৪৭)। আইআইটি-খড়গপুরের র‌্যাংকিং ৫৯। আইআইটি-দিল্লি রয়েছে ৬৭ নম্বরে। আইআইটি-বোম্বের র‌্যাংকিং ৬৯। আইআইটি ইন্দৌর ও আইআইটি রুরকি রয়েছে যথাক্রমে ৫৫ ও ৮৩ নম্বরে।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বাগ্রে থাকলেও ২০১৯ সালের র‌্যাংকিংয়ের তুলনায় ৭ ধাপ নিচে নেমে এসেছে। অন্য দিকে, আইআইটি খড়গপুর গত বছরের তুলনায় ১৭ ধাপ ওপরে উঠেছে। আইআইটি দিল্লি আবার ২৪ ধাপ সামনে এগিয়েছে। অন্য দিকে, আইআইটি রোপড় ঢুকে পড়েছে সেরা ৫০-এ।

প্রথম ১০০-র মধ্যে ভারতের অষ্টম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্থান পেয়েছে ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজি (৯২)।

সেরা ১০০’র মধ্যে রয়েছে পাকিস্তানের কায়েদে আজম বিশ্ববিদ্যালয়। এর অবস্থান ৭৫ নম্বরে।

শ্রীলঙ্কার পেরাডেনিয়া বিশ্ববিদ্যালয় রয়েছে ৬৯ নম্বরে।

এছাড়া সেরা ১০০টির মধ্যে উল্লেখযোগ্য রয়েছে দক্ষিণ কোরিয়ার রয়েছে ১২টি, হংকংয়ের ছয়টি, ইসরাইলের পাঁচটি, তুরস্কের চারটি বিশ্ববিদ্যালয়। সিঙ্গাপুরের রয়েছে দুটি বিশ্ববিদ্যালয়। তবে তাদের অবস্থান তিন ও ছয় নম্বরে।

বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৪০১ নম্বরে।



 

Show all comments
  • Yeasin ৪ জুন, ২০২০, ৪:৫৬ পিএম says : 0
    আমাদের দেশ পিছিয়ে থাকার একটাই কারন , তা হচ্ছে আমাদের দেশে শিক্ষা পতিষ্ঠানে নোংরা রাজনীতি, যেটা কিনা আমাদের শিক্ষাথীদের শিক্ষা ব্যাবস্থা কে ধংস করে ফেলেছে,
    Total Reply(0) Reply
  • Alam ৫ জুন, ২০২০, ২:০৩ পিএম says : 0
    অতীত ঐতিহ্য গর্ব করার মতো একটি ইতিহাস ছিল। কিন্তু সময়ের বিবর্তনেে নোংরা রাজনীতির এবং প্রসাশনিক দূর্বলতার কারণে আজ সেই অতীত - ঐতিহ্য হারিয়ে গেছে।
    Total Reply(0) Reply
  • Alam ৫ জুন, ২০২০, ২:০৪ পিএম says : 0
    অতীত ঐতিহ্য গর্ব করার মতো একটি ইতিহাস ছিল। কিন্তু সময়ের বিবর্তনেে নোংরা রাজনীতির এবং প্রসাশনিক দূর্বলতার কারণে আজ সেই অতীত - ঐতিহ্য হারিয়ে গেছে।
    Total Reply(0) Reply
  • M Nazrul Islam ৫ জুন, ২০২০, ৮:৩৪ পিএম says : 0
    আমরা ঢাকা ভর্সিটি নিয়ে গর্ব করতাম তাও হারিয়ে গেলো।
    Total Reply(0) Reply
  • মোঃ ইউসুপ ৫ জুন, ২০২০, ১১:১০ পিএম says : 0
    আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক গর্ব করি,কিন্ত আজ এত অহংকার থাকার শর্তে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক পিছিয়ে রয়েছে এশিয়ার মধ্যে। আসলে আমাদের কিছু অবহেলার কারনে শিক্ষার বিদ্দেশ ঘটে,যার কারনে আমাদের প্রতিনিহতভাবে অবস্থানরত। চাইলে আমরা পারি পালটিয়ে দিতে পারি,কিন্তু না প্রতি হিংসা রাজনীতির কারনে আমাদের শিক্ষার পরিনতি,
    Total Reply(0) Reply
  • মোঃ ইউসুপ ৫ জুন, ২০২০, ১১:১১ পিএম says : 0
    আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক গর্ব করি,কিন্ত আজ এত অহংকার থাকার শর্তে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক পিছিয়ে রয়েছে এশিয়ার মধ্যে। আসলে আমাদের কিছু অবহেলার কারনে শিক্ষার বিদ্দেশ ঘটে,যার কারনে আমাদের প্রতিনিহতভাবে অবস্থানরত। চাইলে আমরা পারি পালটিয়ে দিতে পারি,কিন্তু না প্রতি হিংসা রাজনীতির কারনে আমাদের শিক্ষার পরিনতি,
    Total Reply(0) Reply
  • Saleh Ahmad ৬ জুন, ২০২০, ৮:০৬ এএম says : 0
    আফসোস হয় বাংলাদেশের শীর্ষে থাকলেও বিশ্বে নয় এশিয়ায় আজ ৪০০এর মধ্যে স্থান নেই ঢাবি
    Total Reply(0) Reply
  • Miraj hossain ৬ জুন, ২০২০, ১:০২ পিএম says : 0
    আমি বলতে চাই এখনো আমাদেরকে top এ আসার সুযোগ আছে !!! তার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা এবং নোংরা রাজনীতি তুলে নিতে হবে!! এবং আমাদের প্রশাসনকে আরও কঠোর হতে হবে!!! সুষ্ঠু বিচার দিতে হবে আপনি কি বলেন আমার কথা কি ঠিক????
    Total Reply(0) Reply
  • Kaushik Chowdhury ৬ জুন, ২০২০, ১:১৭ পিএম says : 0
    ঢাকা বিশ্ববিদ্যালয়,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বুয়েট চুয়েট কুয়েট বা মেডিকেল কলেজ গুলার নাম নেই কার, বাহিরের দেশের বিশ্ববিদ্যালয়েে কোন পলিটিক্স নেই। শিক্ষা প্রতিষ্ঠান এ রাজনীতি থাকলে দেখা যায় অনেকেই ক্ষমতার লোভে রাজনীতি করতে চায়। রাজনীতি করে ক্ষমতার প্রভাব খাটাতে চায়। আর যেখানে রেগিং হয়। সিনিয়ররা জুনিয়রদেরকে রেগ দেয়, পেইন দেয়। রেগ এর জন্য বিশ্ববিদ্যালয় থেকে ভালো ছাত্র/ছাত্রীদের চলে যেতে হয় সেখানে নাম না থাকাটা স্বাভাবিক। ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আমি অনেক গর্ব করি। বাট আফসোসনাম নেই।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢাবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ