কক্সবাজার সদরের খুরুশ্কুলে জমি বিরোধে ভাতিজার হাতে চাচা খুন
কক্সবাজার শহরতলীর খুরুস্কুলে জমি বিরোধের জের ধরে মুজিবুর রহমান (৪৮) নামের এক ব্যক্তি ভাতিজার ছুরিকাঘাতে নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ৩টারর দিকে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার সদর
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রি করায় এক ব্যবসায়ীকে ১লক্ষ ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আঠারবাড়ি বাজারের মা-বাবা স্টোর নামের একটি দোকানে ওই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন।
জানা যায়, উপজেলার আঠারবাড়ি রায়েরবাজারে বিভিন্ন দোকানে বেশ কয়েকবার পলিথিন জব্দের পরও আবার বিক্রি শুরু করেছেন ব্যবসায়ীরা। এমন খবর পেয়ে অভিযানে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার। এসময় পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন বিক্রির অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এ মোবাইল কোর্ট পরিচালনা করে মা-বাবা স্টোর হতে ১০০কেজি পলিথিন জব্দ করে দোকান মালিক মাসুদ মিয়াকে ১লক্ষ ৫০হাজার টাকা জরিমানা করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।