Inqilab Logo

বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

প্রধানমন্ত্রীর কাছে আর্থিক প্রণোদনা চেয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের স্মারকলিপি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ জুন, ২০২০, ৫:০৭ পিএম

করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত কিন্ডারগার্টেন স্কুলগুলো প্রধানমন্ত্রীর কাছে আর্থিক প্রণোদনা চেয়ে স্মারকলিপি প্রদান করেছে। বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের পক্ষ থেকে বৃহস্পতিবার মন্ত্রী, সচিব, এমপি ও ও জেলা প্রশাসকদের বরাবরে স্মারকলিপি দেয়া হয়েছে বলে জানানো হয়। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, করোনা ভাইরাসের মহাদুর্যোগে গত মার্চ মাস থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানের মত কিন্ডারগার্টেন স্কুলগুলোও বন্ধ আছে। সম্পূর্ণ বেসরকারি ব্যক্তিমালিকানাধীন এ শিক্ষা প্রতিষ্ঠানগুলো তিন মাস ধরে বন্ধ। এতে ৪০ হাজার কিন্ডারগার্টেন স্কুলের ৬ লক্ষাধিক শিক্ষক-কর্মচারী ভয়াবহ আর্থিক সংকটে পড়েছেন। গত ২৩ মে নন এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রধানমন্ত্রী প্রণোদনা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এ অবস্থায় কিন্ডারগার্টেন শিক্ষক-কর্মচারীরাও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এরূপ আর্থিক প্রণোদনা আশা করেন। দেশের ৩০ ভাগ প্রাথমিক শিক্ষা বাস্তবায়নকারী শিক্ষকগণ আর্থিক অনুদানের ন্যায়সংগত দাবিদার। এ দাবি বাস্তবায়নের জন্য কিন্ডারগার্টেন এসোসিয়েশন একযোগে প্রধানমন্ত্রীসহ সকল মন্ত্রী, সচিব, সংসদসদস্য ও জেলা প্রশাসকদের কাছে একযোগে স্মারকলিপি পেশ করেছেন। সংস্থার মহাসচিব মোঃ মিজানুর রহমান স্বাক্ষরিত ভিন্ন ভিন্ন স্মারকলিপিতে শিক্ষকদের দাবিগুলো তুলে ধরেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ