Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

নেত্রকোনার বারহাট্টায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল শিক্ষকের মৃত্যু

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ জুন, ২০২০, ৯:৩৫ পিএম

নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের তেলিকুঁড়ি গ্রামে বৃহস্পতিবার বিকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামান আকন্দ (৩৫) নামক এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, তেলিকুঁড়ি গ্রামের মওলা মিয়ার ছেলে তেলিকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামান আকন্দ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে তার ফিসারী দেখতে যান। এ সময় ফিসারীর উপর দিয়ে বয়ে যাওয়া পল্লী বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে সে মাটিতে লুটিয়ে পড়েন। ফিসারীর অন্যান্য লোকজন তাকে আশংকা জনক অবস্থায় উদ্ধার করে দ্রুত পার্শ্ববর্তী মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল শিক্ষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিদ্যুৎস্পৃষ্ট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ