Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতিসংঘ পদক পেলেন সাবেক তিন ক্রীড়াবিদ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৫ জুন, ২০২০, ১২:০০ এএম

বাংলাদেশ নৌবাহিনীর ১১০ জন সদস্য গত বছরে জুলাইয়ে জাতিসংঘ মিশনে লেবাননে গিয়েছেন। তাদের মধ্যে আছেন তিনজন সাবেক ক্রীড়াবিদও। এই তিন জনের অন্যতম হলেন দেশের সাঁতারের পরিচিত মুখ এবং বর্তমানে বাংলাদেশ নৌবাহিনী সাঁতার দলের প্রধান কোচ নিয়াজ আহমেদ। অন্যরা হলেন শ্যুটার শিহাব ও হকি খেলোয়াড় খায়রুল ইসলাম। গতকাল বুধবার নৌবাহিনীর এই দলের জাতিসংঘ মিশন শেষ হয়েছে। ওইদিনই তাদের দেয়া হয়েছে জাতিসংঘ পদক। লেবানন থেকে সাবেক সাঁতারু নিয়াজ ফেসবুকে বলেন, ‘আমাদের মিশন শেষ হয়েছে। সবাইকে পদক দেয়া হয়েছে। গতকাল জাহাজের মধ্যেই আমাদের নিয়ে কেক কেটে পার্টি করা হয়েছে। আমরা সফলভাবে মিশন শেষ করেছি। এখন ঘরে ফেরার পালা।’

করোনাভাইরাসের আতঙ্কে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রয়েছে। তাই নির্ধারিত সময়ে আসা হচ্ছে না তাদের। স্বর্ণপদক সাবেক জাতীয় ক্রীড়াবিদ নিয়াজ যোগ করেন, ‘আমাদের ঢাকায় ফেরার ফ্লাইট ছিল ১৮ জুন। সেটা পিছিয়ে এখন ২১ আগস্ট করা হয়েছে। সব ঠিকঠাক থাকলে আল্লাহর রহমতে ২১ আগস্ট দেশের উদ্দেশ্যে যাত্রা করবো আমরা।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতিসংঘ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ