Inqilab Logo

ঢাকা, শুক্রবার, ০৩ জুলাই ২০২০, ১৯ আষাঢ় ১৪২৭, ১১ যিলক্বদ ১৪৪১ হিজরী
শিরোনাম

করোনা: না.গঞ্জে ২৪ ঘণ্টায় শনাক্ত ৮১, সুস্থ ৬৮

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে | প্রকাশের সময় : ৬ জুন, ২০২০, ৩:০৯ পিএম

নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৮১ জন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ। এসময়ের মধ্যে জেলায় কোনো মৃত্যুর খবর নেই বলে নিশ্চিত হওয়া গেছে।শনিবার (৬ জুন) সকালে এ তথ্য জানান তিনি।
এছাড়া গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৮ ব্যক্তি সুস্থ হয়েছেন।ডা. ইমতিয়াজ জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৮১ জনের করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত জেলায় মোট তিন হাজার ৩৯৮ জনের ফলাফলে পজিটিভ এসেছে। জেলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত মোট রোগীর সংখ্যা তিন হাজার ৩৯৮ জন (মৃত্যুসহ)। এদের মধ্যে জেলায় মোট মৃত্যু হয়েছে ৮৫ জনের। সুস্থ হয়েছেন ৯১০ জন। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ