Inqilab Logo

ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২০, ৩১ আষাঢ় ১৪২৭, ২৩ যিলক্বদ ১৪৪১ হিজরী

ঈদ পরবর্তী করোনা শনাক্তের সংখ্যা বাড়ছে যশোরে

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ৬ জুন, ২০২০, ৪:৪৫ পিএম

যশোর জেলায় করোনা শনাক্তের সংখ্যা বেড়েই চলেছে। শনিবার যবিপ্রবি ও খুলনা ল্যাবে নতুন করে ৮জনসহ মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১২৭। এই তথ্য যশোর স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে।

যশোরের সিভিল সার্জন ডাঃ শেখ আবু হানিফ দৈনিক ইনকিলাবকে শনিবার বিকালে জানান, যারা ইদানীং করোনা আক্রান্ত হচ্ছে তাদের বেশিরভাগই ঢাকা ফেরত। ব্যাপকহারে লোকজনের চলাচল বেড়ে যাওয়ায় ঈদ পরবর্তীতে করোনা শনাক্তের সংখ্যা বাড়ছে। ঈদের আগে যশোরে পরীক্ষায় করোনা আক্রান্তের সংখ্যা প্রায় শূন্যের কোঠায় এসেছিল।

এদিকে, চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাহিদ সিরাজ করোনা আক্রান্ত হওয়ার পর করোনামুক্ত ঘোষণা দেওয়া হয় ৪জুন। তিনি আকস্মিকভাবে শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় হেলিকপ্টারযোগে ঢাকায় নেওয়া হয়। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ