Inqilab Logo

ঢাকা, রবিবার, ০৯ আগস্ট ২০২০, ২৫ শ্রাবণ ১৪২৭, ১৮ যিলহজ ১৪৪১ হিজরী

আইএসডি-কমার্শিয়াল ব্যাংক অফ সিলনের চুক্তি সাক্ষর

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৬ জুন, ২০২০, ৮:১৫ পিএম

চলমান কোভিড-১৯ মহামারিতে, অভিভাবকদের টিউশন ফি প্রদান সহজতর করতে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি) এবং কমার্শিয়াল ব্যাংক অব সিলনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শনিবার (৬ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চুক্তিটির আওতায় বর্তমান এবং নতুন শিক্ষার্থীদের অভিভাবকরা ২৪ মাস মেয়াদি সহজ কিস্তির মাধ্যমে (গ্রেড ১১ এবং ১২ এর জন্যে ২০ মাস) টিউশন ফি পরিশোধ করতে পারবেন। সকল নিরাপত্তা ও স্বাস্থবিধি মেনে আইএসডিতে প্রাঙ্গনে চুক্তি সাক্ষর অনুষ্ঠানটি আয়োজিত হয়। অনুষ্ঠানে আইএসডি'র বিজনেস ম্যানেজার, মো. আদনান এবং কমার্শিয়াল ব্যাংক অব সিলনের পক্ষ থেকে সিওও, কাপিলা লিয়েনেগে ও কর্পোরেট ব্যাংকিং ইউনিট হেড, আহমেদ জাফরুল হাসান উপস্থিত ছিলেন। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন