পাটুরিয়া নৌরুটে সাড়ে ১১ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা ফেরী অপেক্ষায় পড়ে থাকে শত শত যানবাহন।এদিকে ঘন কুয়াশায় বন্ধ থাকার
নরসিংদী জেলার বেলাব থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির (৫০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (০৭ জুন) সকালে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড নারায়ণপুর গ্রামে ঢাকা-সিলেট মহাসড়কের পাশের একটি জমি থেকে এ লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নারায়ণপুর গ্রামে ঢাকা-সিলেট মহাসড়কের কাজী ফিলিং স্টেশনের বিপরীতে নির্জন এলাকা। এদিক দিয়ে রাতের বেলা কেউ চলাফেরা করে না। রোববার সকালে স্থানীয় কৃষকরা জমিতে কাজ করতে গেলে ওই এলাকায় একটি গাছে এক ব্যক্তির ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
বেলাব থানার ওসি ফখরুদ্দিন ভূঁইয়া বলেন, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এটি আত্মহত্যা না কি হত্যা ময়নাতদন্তের পর বলা যাবে। এদিকে নিহতের পরিচয় উদঘাটনের চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।