Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

করোনা উপসর্গে বগুড়ায় রাস্তায় প্রাণ হারালো ভ্যান চালক সালামত

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ৭ জুন, ২০২০, ২:৫৮ পিএম

বগুড়া শহরের কাঁঠালতলা শ্বাসকষ্ট ও করোনা উপসর্গে পথেই প্রাণ গেল বগুড়ার ভ্যান চালক ভ্যান চালক মোহাম্মদ সালামতের (৫০)।
পুলিশ জানিয়েছে, মৃত সালামতের বাড়ী তিনি শিবগঞ্জ উপজেলার মহাস্থান পূর্ব পাড়ায় তার পিতার নাম মৃত পরী সোনার।
রোববার ভোরের দিকে কোন এক সময় তিনি মারা যেয়ে রাস্তায় পড়ে থাকলেও করোনা সংক্রমনের ভয়ে কেউ তার কাছে আসেনি।
খবর পেয়ে পুলিশ সকাল ৮ টায় লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক)
হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
মৃত সালামতের ছেলে শহীদুল পুলিশকে জানিয়েছে , সালামত বগুড়া শহরের কাঁচামালের আরতে ভ্যান চালিয়ে জীবীকা নির্বাহ করতো। আগে থেকেই তার অ্যাজমা জনিত সমস্যা ছিল। শনিবার রাতে সে অসুস্থ হয়ে পড়লে মোবাইল ফোনে এখবর বাড়িতে জানালেও রাত বেশি হবার কারণে তারা কোন ব্যবস্থা নিতে পারেনি। সকালে পথচারীরা তাকে শ্বাসকষ্টে ছটফট করতে দেখলেও করোনা আতংকে কেউ তার কাছে যায়নি।
বগুড়া সদর থানার ওসি এস এম বদিউজ্জামান জানান,আমাদের টিম তার লাশ উদ্ধার করে শজিমেক মর্গে পাঠিয়েছে। তার পরিবারের সদস্যরাও থানায় এসেছে। লাশের ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ