নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন আলোচনাধীন- নোয়াব সভাপতি

সাংবাদিকদের জন্য নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন আলোচনাধীন বলে জানিয়েছেন, নোয়াব সভাপতি এ কে আজাদ। পদ্মা সেতুর
নাটোরের লালপুরে মোটরসাইকেলের ধাক্কায় রমেজ আলী (৬২) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। নিহত রমেজ আলী উপজেলার দুড়দুড়িয়া ইউপির আট্টিকা গ্রামে তছির উদ্দিনের ছেলে।
রবিবার (০৭ জুন) রাত ৯টার দিকে উপজেলার দুুড়দুড়িয়া ইউপির বেরিলাবাড়ী ব্রীজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাগেছে, রবিবার ৯ টার দিকে নিহত রমেজ আলী দুড়দুরিয়া ইউপির বেরিলাবাড়ী ব্রীজের কাছের রাস্তার এক পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন এ সময় একজন মোটরসাইকেল চালক দ্রুত গতিতে মোটরসাইকেল দিয়ে রমেজ আলীকে ধাক্কা দিয়ে মেরে পালিয়ে যায়। এতে গুরত্বর আহত হয়। পরে স্থানীয়রা এসে আহত রমেজ আালীকে উদ্ধার করে নিকটস্থ বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
দুড়দুড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।