Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

এবার করোনায় আক্রান্ত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুন, ২০২০, ১০:১০ পিএম | আপডেট : ১০:১১ পিএম, ৮ জুন, ২০২০

এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি। সোমবার সাবেক এই প্রধানমন্ত্রীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি নিজ বাসভবনে সেলফ আইসোলেশনে রয়েছেন। এছাড়া করোনা পজিটিভ হয়েছেন ইমরান সরকারের রেলমন্ত্রী শেখ রসিদ আহমেদ।

পিএমএল-এন এর মুখপাত্র মরিয়ম আরঙ্গজেব এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শহীদ খাকান আব্বাসি করোনা পজিটিভ এবং নিজ বাসায় কোয়ারেন্টাইনে আছেন। এছাড়া তার পরিবারের অন্যান্য সদস্যদের করোনা পরীক্ষা করা হচ্ছে বলে জানান তিনি।

তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দুর্নীতির অভিযোগে শীর্ষ আদালত কর্তৃক অযোগ্য ঘোষিত হলে ২০১৭ সালের আগস্ট থেকে ২০১৮ সালের মে মাস পর্যন্ত আব্বাসি পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন।

সূত্র: আনাদুল



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ