Inqilab Logo

ঢাকা বুধবার, ০২ ডিসেম্বর ২০২০, ১৭ অগ্রহায়ণ ১৪২৭, ১৬ রবিউস সানি ১৪৪২ হিজরী

শীতলক্ষ্যা থেকে লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে : | প্রকাশের সময় : ৯ জুন, ২০২০, ১২:০০ এএম

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থায় কচুরিপানার নিচ থেকে অজ্ঞাতনামা (৪০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল সোমবার দুপুরে আকিজ সিমেন্ট ফ্যাক্টরির সামনের থেকে ওই লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে নারায়ণগঞ্জ নৌ-থানার ওসি আব্দুল হাকিম জানান, দুপুরে শীতলক্ষ্যা নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লাশের কোনো পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। মৃত্যুর কারণ জানতে এরই মাঝে ওই ব্যক্তির লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শীতলক্ষ্যা


আরও
আরও পড়ুন