স্বরূপকাঠি পৌরসভা নির্বাচন: কাউন্সিলর প্রার্থী কৃষ্ণ কান্ত দাসের জনপ্রিয়তা ভাবিয়ে তুলছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের

স্বরূপকাঠি পৌরসভা নির্বাচনে ১নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থী রতন দত্তর কাছে গিয়ে কোলাকুলি করে দোয়া
ভোলায় মেঘনা নদী থেকে অজ্ঞাত (০৭) এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি মৎস্য ঘাট এলাকার মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টার দিকে তুলাতুলি মৎস্য ঘাটের স্থানীয়রা মেঘনা নদীতে ওই শিশুর লাশ দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্বার করে। ভোলা মডেল থানার ওসি মো. এনায়েত হোসেন জানান, স্থানীয়রা খবর দিলে আমরা একটি ছেলে শিশুর লাশ উদ্ধার করি। তবে এখন পর্যন্ত তার কোনো নাম-পরিচয় পাওয়া যায়নি। শিশুটি জেলেদের নৌকা থেকে পড়ে নিহত হয়েছে নাকি কেউ হত্যা করে নদীতে ফেলে গেছে সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।