Inqilab Logo

রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ঈশ্বরগঞ্জে করোনায় নতুন শনাক্ত ৩, মোট আক্রান্ত ৪৬, সুস্থ ২২

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ জুন, ২০২০, ৯:২৫ এএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নতুন করে আরো ৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার রাতের রিপোর্টে তারা করোনায় আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা ৪৬ এবং নতুন ২ জন সহ মোট সুস্থ হয়েছেন ২২ জন।
স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার রিপোর্ট অনুযায়ী আক্রান্তদের মধ্যে দুইজন স্বাস্থ্যকর্মী (একজন মহিলা ও একজন পুরুষ), অপরজন হলেন উপজেলার সরিষা ইউনিয়নের এনায়েতনগর গ্রামের বাসিন্দা। আক্রান্ত ব্যক্তিরা নিজ নিজ বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন।
এ পর্যন্ত উপজেলায় নমুনা সংগ্রহ হয়েছে ৬শ ৭৩ জনের, ৯জুন মঙ্গলবার পর্যন্ত রিপোর্ট পাওয়া গেছে ৬শ ৬০ জনের, মোট আক্রান্ত ৪৬, সুস্থ ২২জন, রিপোর্ট বাকী রয়েছে ১৩টি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরুল হুদা খান জানান, আক্রান্তদের হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ