Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আইসিসি চেয়ারম্যান পদে পাক-ভারত লড়াই?

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১১ জুন, ২০২০, ১২:১৩ এএম

ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক লড়াই বন্ধ দীর্ঘদিন ধরে। তবে ক্রিকেট রাজনীতির মাঠে চিরপ্রতিদ্ব›দ্বী দুই দেশের লড়াই জমে ওঠার আভাস মিলছে। আইসিসি চেয়ারম্যান পদে নির্বাচনে ভারতের ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলির পাশাপাশি এবার উঠে এসেছে পাকিস্তানের বোর্ড চেয়ারম্যান এহসান মানির নাম।
আইসিসি চেয়ারম্যান হিসেবে শশাঙ্ক মনোহরের মেয়াদ শেষ হচ্ছে চলতি মাসেই। তার স্থলাভিষিক্ত কে হবেন তা নিয়ে জোর আলোচনা চলছে ক্রিকেটমহলে। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া গতকাল তাদের একটি প্রতিবেদনে জানিয়েছে, আসন্ন আইসিসি চেয়ারম্যান পদে নির্বাচনে সৌরভ পাশাপাশি এহসানেরও প্রতিদ্ব›িদ্বতা করার ইঙ্গিত মিলেছে। অর্থাৎ দীর্ঘদিন ধরে ক্রিকেট মাঠে দ্বিপাক্ষিক লড়াই বন্ধ থাকলেও ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সর্বোচ্চ পদ নিয়ে চিরপ্রতিদ্ব›দ্বী ভারত-পাকিস্তানের মধ্যে লড়াই জমে উঠতে পারে।
ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান কলিন গ্রেভস শুরুতে এগিয়ে ছিলেন আইসিসির পরবর্তী চেয়ারম্যান হওয়ার পথে। বেশিরভাগ সদস্য দেশের সমর্থন তার আছে বলে গুঞ্জন ছিল। পরে বাস্তবতা বদলে যায় দৃশ্যপটে সৌরভের আবির্ভাবে। এখন আবার মানির নাম আসায় লড়াই পাচ্ছে ভিন্ন মাত্রা। তিন জনের কেউই অবশ্য এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। তবে সংবাদমাধ্যমে জোরেসোরে উচ্চারিত হচ্ছে তাদের নাম।
মনোনয়নপত্র দাখিল, নির্বাচনের তারিখ ও প্রক্রিয়া নিয়ে আলোচনা হবার কথা গতকালের আইসিসির সভায়। টেলি-কনফারেন্সের এই সভার আলোচ্যসূচিতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে এই সভায়ও বিশ্বকাপ নিয়ে চ‚ড়ান্ত সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা কম। অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপ নিয়ে আইসিসি অন্তত আগামী মাস পর্যন্ত অপেক্ষা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ভারতীয় বোর্ড যদিও বিশ্বকাপ নিয়ে দ্রæত সিদ্ধান্ত নেওয়ার তাড়া দিচ্ছে, তবে নতুন চেয়ারম্যান নির্বাচন প্রক্রিয়ার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপের ভবিষ্যৎ নির্ধারণ করতে আরও কিছুদিন অপেক্ষা করতে চায় আইসিসি।

 



 

Show all comments
  • Rafikul Hasan ১১ জুন, ২০২০, ১:৩২ এএম says : 0
    ক্রিকেট খেলা চিরতরে বন্ধ করা উচিৎ। এক বলে সবাই থুতু লাগায়
    Total Reply(0) Reply
  • MD. Sohag Hossen ১১ জুন, ২০২০, ১:৩৫ এএম says : 2
    সৌরভ হলে খুশি হবো
    Total Reply(0) Reply
  • কাজী হাফিজ ১১ জুন, ২০২০, ১:৩৬ এএম says : 0
    এহসান মানিকে আইসিসি চেয়ারম্যানের পদে দেখতে চাই।
    Total Reply(0) Reply
  • মেহেদী ১১ জুন, ২০২০, ১:৩৭ এএম says : 0
    আইসিসিতে ভারদের আধিপত্য বন্ধ চাই। তাই পাকিস্তানের হলে ভালো হয়।
    Total Reply(0) Reply
  • মেহেদী ১১ জুন, ২০২০, ১:৩৮ এএম says : 0
    সৌরভকে পছন্দ করি। তবে পাকিস্তানি প্রধান দেখতে চাই।
    Total Reply(0) Reply
  • মোঃ খাইরুল ঊ ১১ জুন, ২০২০, ৫:২২ এএম says : 0
    ভারত বাদে যে দেশে মানুষ হক তাতেই খুশি
    Total Reply(0) Reply
  • মোঃমানিক ১১ জুন, ২০২০, ১:১৬ পিএম says : 0
    মানির হলে ভালো হবে মনে করি,ভারত নয় পাকিস্তানি হলেই ভালো,,,
    Total Reply(0) Reply
  • মোশাররফ হোসেন ১১ জুন, ২০২০, ৪:০৩ পিএম says : 0
    ভারত ছাড়া যে কোন দেশের যে কেউ আইসিসি এর প্রধান হলে ভালো হবে,,আইসিসিতে ভারতের দাদাগিরির পতন চাই।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইসিসি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ