Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

উ.কোরিয়াকে নয়, দক্ষিণকে ভর্ৎসনা করুন : পিয়ংইয়ং

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জুন, ২০২০, ১২:০১ এএম

উত্তর কোরিয়া দেশটিকে বাদ দিয়ে দক্ষিণ কোরিয়াকে ভর্ৎসনা করার জন্য জাতিসংঘের প্রতি আহবান জানিয়েছে। পিয়ংইয়ং সিউলের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়ায় জাতিসংঘ মহাসচিব দুঃখ প্রকাশ করার পর উত্তর কোরিয়া এ প্রতিক্রিয়া জানাল। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, দুই কোরিয়ার সম্পর্ক নিয়ে জ্ঞান বহির্ভূত এ ধরনের বেপরোয়া মন্তব্যের ব্যাপারে বিস্ময় প্রকাশ করা ছাড়া পিয়ংইয়ংয়ের পক্ষে আর কিছু করার নেই। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিচ গত বৃহস্পতিবার জানিয়েছিলেন, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস দক্ষিণ কোরিয়ার সঙ্গে যোগাযোগের সম্পর্ক ছিন্ন করার উত্তর কোরীয় পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করেছেন এবং তিনি ভুল বোঝাবুঝির অবসান ঘটানোর জন্য যোগাযোগ ব্যবস্থা অক্ষুণ্ন রাখাকে একমাত্র সমাধান বলে মন্তব্য করেছেন। এর একদিন আগে ওই সম্পর্ক ছিন্ন করেছিল উত্তর কোরিয়া। পিয়ংইয়ং ঘোষণা করেছিল, দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনা বা যোগাযোগ অক্ষুণণ্ণ রাখার আর কোনো প্রয়োজন মনে করছে না উত্তর কোরিয়া। রয়টার্স,পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উ.কোরিয়া

১৫ জানুয়ারি, ২০২২
২৯ নভেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ