Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন সাবিনা ইয়াসমিন

প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : প্রয়াত নজরুল সঙ্গীতশিল্পী ফিরোজা বেগমের নামে ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’ দেয়ার উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এবার পদক পেতে যাচ্ছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন। ২৮ জুলাই ফিরোজা বেগমের জন্মবার্ষিকীতে বিকাল ৪টায় ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এ সম্মাননা তুলে দেবেন। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাবিনা ইয়াসমিনকে এবারের স্বর্ণপদক দেয়ার ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ট্রাস্ট ফান্ডের দাতা ও এসিআই ফাউন্ডেশনের চেয়ারম্যান এম আনিস-উদ-দৌলা, বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম আকতার কামাল, বিজনেস অনুষদের ডিন শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, নৃত্যকলা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক রেজওয়ানা চৌধুরী বন্যা, সঙ্গীত বিভাগের চেয়ারপারসন ড. লীনা তাপসী খান ও নজরুল সঙ্গীতশিল্পী সুস্মিতা আনিসসহ ফিরোজা বেগমের পরিবারের সদস্যরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন সাবিনা ইয়াসমিন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ