Inqilab Logo

ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০, ১১ কার্তিক ১৪২৭, ০৯ রবিউল আউয়াল ১৪৪২ হিজরী

টেকসই বিল্ডিং ডিজাইন ও নির্মাণে লাফার্জহোলসিমের সেমিনার

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২০, ৪:০৬ পিএম

টেকসই বিল্ডিং ডিজাইন ও নির্মাণ বিষয়ে দেশের বিভিন্ন অঞ্চলের শীর্ষস্থানীয় ১৩৮ জন প্রকৌশলীকে নিয়ে অনলাইন প্ল্যাটফর্মে সেমিনার করেছে দেশের নেতৃস্থানীয় সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান লাফার্জহোলসিম বাংলাদেশ। সোমবার (১৫ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়েল প্রফেসর ড. রাকিব হাসান। সেমিনারে লাফার্জহোলসিম বাংলাদেশের পণ্যের বিশেষত্ব, সুবিধা, প্রয়োগ প্রণালী এবং কোম্পানি সম্পর্কে অংশগ্রহনকারীদের অবহিত করেন কোম্পানিটির টেকনিক্যাল সার্ভিসেস সিনিয়র ম্যানেজার আলী আহাম্মদ। অতিথি বক্তা হিসেবে সেমিনারে অংশ নেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সিভিল ও ইনভায়ারনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মোহাম্মদ ড. মোহাম্মদ আজিজুল হক, একই বিভাগের প্রফেসর ড. মুশতাক আহমেদ এবং সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ